চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২


প্রকাশিত: ০৯:৪২ এএম, ২০ জুন ২০১৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোরে গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।
 
নিহতরা বাংলাদেশ না ভারতের নাগরিক তা প্রশাসনের কেউ নিশ্চিত করতে পারেনি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার পথে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ওই দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ বিএসএফের হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় একটি সূত্রের দাবি, নিহত দুজন হলেন গোমস্তাপুর উপজেলার বেকপুর গ্রামের শাজাহান আলী (৩২) ও চাড়ালডাঙ্গার জগদুল হক (৩৪)।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।