চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোরে গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা বাংলাদেশ না ভারতের নাগরিক তা প্রশাসনের কেউ নিশ্চিত করতে পারেনি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার পথে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ওই দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ বিএসএফের হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয় একটি সূত্রের দাবি, নিহত দুজন হলেন গোমস্তাপুর উপজেলার বেকপুর গ্রামের শাজাহান আলী (৩২) ও চাড়ালডাঙ্গার জগদুল হক (৩৪)।
এআরএ/পিআর