পুকুর থেকে গ্রেনেড উদ্ধার


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২০ জুন ২০১৬

লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের বালু তোলার সময় একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ কাদমা গ্রামের কলেজ প্রভাষক ইমদাদুল হকের পুকুর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ওই পুকুর থেকে মেশিন দিয়ে বালু তোলা হচ্ছিল। বালু তোলার সময় মেশিনের পাইপে হঠাৎ করেই একটি লোহা সাদৃশ্য বস্তু আটকে যায়। ফলে বালু তোলার কাজে নিয়োজিত মামুন নামে এক যুবক পাইপের মুখে আটকে থাকা গ্রেনেডটি বের করে নিরাপদে পানির মধ্যে রাখে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুকুরের মালিক ইমদাদুল হক বলেন, গ্রেনেডটি দেখে আমরা খুব ভয় পেয়েছিলাম। পরে দ্রুত পুলিশকে খবর দেয়া হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিএসবি) সদস্য হেলাল উদ্দিন বলেন, ৫-৬ ইঞ্চির লম্বা গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় এক কেজি ওজনের ওই গ্রেনেডটি বেশ পুরাতন বলে মন্তব্য করেন তিনি।

লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞদের বিষয়টি জানান হবে। তারা এসে এটি পরীক্ষার-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
 
রবিউল হাসান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।