সাতছড়ি বনবিটের ছিনিয়ে নেয়া শর্টগান ও গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২০ জুন ২০১৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের বনবিটের প্রহরীদের কাছ থেকে ছিনিয়ে নেয়া একটি শর্টগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ এবং এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন; কবির মিয়া (৩২), খেলন মিয়া (৫০) মিজানুর রহমান (৩২)

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী জানান, সোমবার ভোর রাতে একদল গাছচোর সাতছড়ি বনবিটে প্রবেশ করে মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বনবিটের কর্মকর্তা আনিছুজ্জামানের নেতৃত্বে দুইজন বন প্রহরী তাদের গতিরোধ করে।

এসময় তাদের সাথে গাছচোরদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে গাছ চোররা তাদের উপর হামলা চালিয়ে একটি শর্টগান ও ৪ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভোর ৪টার দিকে এ খবর চুনারুঘাট থানায় পৌঁছালে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ছিনিয়ে নেয়া অস্ত্র, গুলি উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নামে।

পুলিশ প্রথমেই পারকুল বস্তির কবির মিয়াককে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনার মূলহোতা খেলন মিয়াকে চন্দনা গ্রাম থেকে গ্রেফতার করে। সেই সঙ্গে তার কাছ থেকেই ছিনিয়ে নেয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে দ্বিমাগুরুন্ডা গ্রামের অপর আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে বিট কর্মকর্তা আনিছুজ্জামান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান নির্মলেন্দু চক্রবর্তী।

এ ঘটনায় আহত বনকর্মী মুসলেহ উদ্দিনকে সিলেট এবং আনিছুজ্জামান ও জয়নাল মিয়াকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।