ইউএনওর গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ির ধাক্কায় ছলিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত আরেক জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ছলিম উদ্দিনের বাড়ি উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রামে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে ছলিম উদ্দিন ও তার সঙ্গে থাকা মেজার উদ্দিন (৫৫) বয়স্ক ভাতা উত্তোলনের জন্য অটোরিকশাযোগে ভজনপুর যাচ্ছিলেন। এসময় তেঁতুলিয়া থেকে পঞ্চগড় আসা তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের গাড়িটি অটো রিকশাটিকে ধাক্কা দেয়।
গুরুতর আহতাবস্থায় ইউএনও শেখ মো. বেলায়েত হোসেন আহতদের নিজের গাড়িতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ছলিম উদ্দিন মারা যান। পরে গুরুতর আহত মেজার উদ্দীনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মকছেদ আলী ইউএনওর গাড়ির ধাক্কায় ছলিম উদ্দিন নামে এক বৃদ্ধের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. বেলায়েত হোসেন দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, উল্টো পথে অটোরিকশাটি রাস্তা পার হচ্ছিল। এসময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়।
সফিকুল আলম/এফএ/পিআর