ঝিনাইদহে পুরোহিত হত্যা মামলার আসামির স্বীকারোক্তি


প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২১ জুন ২০১৬

ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যা মামলায় আটক এনামুল হককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আদালতে এ হত্যার দায় স্বীকার করেছেন। মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

রাত ৮টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, আসামি এনামুল হক হামদহ মোল­াপাড়ার ফজলুল হক জোয়ার্দ্দারের ছেলে। তাকে ঢাকার গাবতলী থেকে গতকাল রাতে গ্রেফতার করা হয়।

দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা হামিদের আদালতে তাকে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। আসামি শিবিরের সক্রিয় কর্মী বলেও জানায় পুলিশ সুপার।

উল্লেখ্য, গত ৭ জুন ঝিনাইদহ জেলা সদরের করাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।