বিএনপি-জামায়াত জাতিকে অশিক্ষিত রাখতে চেয়েছিলো : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিএনপি-জামায়াত হরতাল দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা এবং বই বিতরণে বাধাগ্রস্ত করে জাতিকে অশিক্ষিত রাখতে চেয়েছিলো। কারণ তারা সুশিক্ষিত জাতি চায় না, দেশের ভালো, দেশের উন্নতি চায় না।
তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বমানের শিক্ষা দিয়ে জাতি গঠন করতে হবে। তাহলেই কেবলমাত্র আমাদের বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে।
শনিবার জামালপুরের ইসলামপুর উপজেলায় ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন বিশ্বের কোনো দেশের নারী/পুরুষ সমান তালে শিক্ষত হতে পারেনি। বর্তমান আ.লীগ সরকার ২০১২ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ছেলে-মেয়েকে সমান তালে শিক্ষায় শিক্ষিত করতে স্বার্থক হয়েছে।
শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, স্থানীয় সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল, জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, বিগ্রেডিয়ার (অব:) মোস্তাফিজুর রহমান, বিগ্রেডিয়ার ইলিয়াছ আলী, কর্নেল (অব:) রেজাউল করিম, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু, উপজেলা চেয়ারম্যান নবীনেওয়াজ খান লোহারী বিপুল, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক জিয়া প্রমুখ।