মোড়েলগঞ্জে ওষুধ উৎপাদানকারী প্রতিষ্ঠান সিলগালা


প্রকাশিত: ০১:২৬ পিএম, ২২ জুন ২০১৬

বাগেরহাটের মোড়েলগঞ্জে গবাদি পশুর ওষুধ উৎপাদনকারী ‘এ্যাকো ফার্মা লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নুরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে মোড়েলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমূল হুদার নেতৃত্বে এ অভিয়ান পরিচালিত হয়।

মোড়েলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমূল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমতলা এলাকায় এ্যাগ্রো ফার্মা নামে একটি গবাদি পশুর ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় ওই প্রতিষ্ঠানের কোনো টেকনিশিয়ানকে পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজন শ্রমিক দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ তৈরি করা হচ্ছিল। পরে ওই প্রতিষ্ঠান সিলগালা ও ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়।

শওকত আলী বাবু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।