শহর পরিষ্কারে মাঠে নেমেছে ফেনীর এমপি ও ছাত্রলীগ


প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৪ জুন ২০১৬

ফেনী শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহীনি ও পৌরসভার পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসন।

শুক্রবার সকাল থেকে আগামী তিন দিন শহরের ৮টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পুলিশের পাশাপাশি ফেনী জেলা ছাত্রলীগের ৪শ নেতাকর্মী মাঠে থাকবেন।

পৌর মেয়র আলাউদ্দিনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্ভোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রসাশক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক, প্যানেল মেয়র আশরাফুল আলম গিটার, নজরুল ইসলাম স্বপন মিয়াজী, কাউন্সিলর মো. মানিক ও লুৎফুর রহমান খোকন হাজারী প্রমুখ।

ঈদকে সামনে রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। কোনো দোকানের সামনের ফুটপাতে হকার বসালে হকারের পরিবর্তে মূল দোকানীর জরিমানা করা হবে, প্রয়োজনে পৌরসভা থেকে ওই দোকানকে সীলগালা করে দেয়া হবে বলে জানিয়েছেন  বক্তারা।

দুপুর ১২টায় ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদের নেতৃত্বে শহরের যানজটের পয়েন্ট ঠিক করে পৌরসভার উদ্যোগে অস্থায়ী ক্যাম্প তৈরির সিদ্ধান্ত হয়। প্রতিটি ক্যাম্পে ৪ জন নারী ও পুরুষ পুলিশের পাশাপশি ৮ জন ছাত্রলীগ নেতাকর্মী ক্যাম্পে অবস্থান করে রিকশা ও গাড়ি চলাচলের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন।

বেলা ১১টায় থেকে রাত ৮টা পর্যন্ত বাঁশি হাতে ছাত্রলীগ নেতা কর্মীরা দায়িত্ব পালন করবেন।

জহিরুল হক মিলু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।