মসজিদ থেকে জুতা চুরি : যুবকের দণ্ড


প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৪ জুন ২০১৬

হবিগঞ্জে বিভিন্ন মসজিদে জুতাসহ মালামাল চুরি মারাত্মকভাবে বেড়ে গেছে। প্রতিদিনই কোনো না কোনো মসজিদ থেকে নামাজের সময় মুসল্লিদের জুতা, ছাতাসহ বিভিন্ন মালামাল চুরি হচ্ছে। এমনকি শিক্ষার্থীদের বই, খাতা পর্যন্ত চুরি হয়। কতিপয় দুর্বৃত্ত নামাজ পড়ার বেশে মসজিদে প্রবেশ করে এসব করে চলেছে।

শুক্রবার শহরের কোর্ট মসজিদে জামার নামাজের সময় কয়েক জোড়া জুতা চুরি করে পালানোর চেষ্টা করলে আব্দুল খালেক (৩০) নামে একজনকে আটক করেন মুসল্লিরা।

আব্দুল খালেক চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের এলাহি বখতের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোর্ট মসজিদে জুমার নামাজ শুরু হওয়ার পূর্বে আব্দুল খালেক কয়েকজন মুসল্লির জুতা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিষয়টি টের পেয়ে অন্যান্য মুসল্লিরা তাকে আটক করে সদর থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেকের বরাত দিয়ে জানান, আব্দুল খালেক চার মাস পূর্বে জীবিকার অন্বেষণে ঢাকায় যায়। সেখানে একটি চক্র তাকে পরামর্শ দেয় জুতা চুরি ভালো ব্যবসা। এরপর তিন মাস যাবৎ তিনি বিভিন্ন মসজিদ থেকে জুতা চুরি করে বিক্রি করে আসছিলেন। একই কাজে তিনি সম্প্রতি হবিগঞ্জে আসেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।