ট্রাক ও ট্রাক্টর সংঘর্ষে দিনমজুর নিহত


প্রকাশিত: ১০:২০ এএম, ২৫ জুন ২০১৬

হবিগঞ্জের সুতাংয়ে ট্রাকের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিনমজুর সাদ্দাম হোসেন (২৭) সদর উপজেলার লস্করপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, শনিবার ভোরে শায়েস্তাগঞ্জ থেকে বালুবোঝাই একটি ট্রাক্টর অলিপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে সুতাং ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটির শ্রমিক সাদ্দাম ঘটনাস্থলেই মরা যান।

পরে বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।