লালপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত


প্রকাশিত: ১১:০৭ এএম, ২৫ জুন ২০১৬
প্রতীকী ছবি

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেল চারটার দিকে উপজেলার চিনির বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লালপুর এলাকার রতন কুমারের ছেলে নীবর কুমার (১৪) এবং ঈশ্বরদী এলাকার বাপ্পী সরকারের ছেলে  বিজয় সরকার (০৮)।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর বাঘাগামী একটি ট্রাক চিনির বটতলা এলাকায় সাইকেল আরোহী নীরব এবং বিজয়কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীর দেওয়া ট্রাকের নম্বর অনুযায়ী ট্রাকটি আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওসি।  

রেজাউল করিম রেজা/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।