গুরুদাসপুরে ৭টি গ্রাম পুরুষশূন্য


প্রকাশিত: ১১:১৫ এএম, ২৫ জুন ২০১৬

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে সরকার দলীয় বিজয়ী ও পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট ও মারপিটের ঘটনায় মামলা হয়েছে।

ভুক্তভোগী তমিজুর রহমান বাদী হয়ে ৬৭ জনসহ অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে গ্রেফতার আতঙ্কে ওই ইউনিয়নের সাতটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ধারাবারিষা ইউনিয়নের উদবাড়িয়া গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের নির্বাচন-পরবর্তী সহিংসতায় সরকার দলীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের সমর্থকরা প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের ১২ জন সমর্থকের বাড়ি-ঘর ভাঙচুরসহ লুটপাট ও মারপিট করার ঘটনা ঘটে।

ঘটনার পরদিন শুক্রবার ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী উদবাড়িয়ার মো. তমিজুর রহমান গুরুদাসপুর থানায় বাদী হয়ে প্রতিপক্ষ আব্দুল মতিন গ্রুপের ৬৭ জনসহ অজ্ঞাতনামা ২৫ জন সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে শিধুলী গ্রামের এনতাজ আলী (৪২), সাইফুল ইসলাম (৩৬), শহিদুল ইসলাম (৫০), রজিব আলী (৩৫), পোয়ালশুড়া গ্রামের শাহজাহান আলী (৫৬), মনিরুল ইসলাম (২৯) ও সুমন সরকার (২৪) এবং উদবাড়িয়ার রইস উদ্দিন (৪৫) ও চলনালী গ্রামের হাফিজুর রহমানসহ (৩২) নয়জনকে গ্রেফতার করে নাটোর জেলহাজতে পাঠিয়েছে।

এ ব্যাপারে গুরুদাসপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, মামলার অভিযুক্ত প্রত্যেক আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

রেজা/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।