আখ ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জে খোকন দাস (৩০) নামে এক ইজিবাইক চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাখালগাছি ইউনিয়নের মোলাকুয়া গ্রামের আখ ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।।
খোকন দাস উপজেলার বেজপাড়া গ্রামের মৃত শ্যাম দাসের ছেলে।
কালীগঞ্জ থানা পুলিশের সেকেন্ড অফিসার ইমরান জানান, কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের খোকন দাস ইজ বাইক চালাতো। গত বুধবার (২২ জুন) সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিল।
রোববার সকালে স্থানীয়রা উপজেলার মোলাকুয়া গ্রামের আখ ক্ষেতে খোকন দাসের মুখ বাঁধা গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ধারণা করা হচ্ছে, তাকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খুঁজে বের করা হবে।
আহমেদ নাসিম আনসারী/এসএস/এবিএস