হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে


প্রকাশিত: ১০:০২ এএম, ২৬ জুন ২০১৬

হত্যা মামলায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাসিন আলীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার দুপুরে প্রধান আসামি আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মহাসিন আলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ আদালতের বিচারক আসিফ আকবর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মো. মহাসিন আলী ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৫ জুন নির্বাচন-পরবর্তী বিরোধের জের ধরে ফকিরহাটের নলধা ইউনিয়নের আরুয়াডাঙ্গা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় হাফিজুর সরদার (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত হাফিজুর সরদারের বাবা আতিয়ার সরদার বাদী হয়ে নলধা ইউপি চেয়ারম্যান কাজী মো. মহাসিন আলীকে প্রধান আসামি করে ফকিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় ইতোমধ্যে পুলিশ আরো দুজনকে আটক করেছে।

এদিকে, নলধা ইউপি চেয়ারম্যান কাজী মো. মহাসিন আলী এ হত্যা মামলায় রোববার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শওকত আলী বাবু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।