হবিগঞ্জে পুলিশকে প্রাণ-আরএফএল গ্রুপের চেকপোস্ট হস্তান্তর


প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৬ জুন ২০১৬

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে অবৈধ যানবাহন ও অপরাধী তল্লাশিসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশকে ৩২টি চেকপোস্টের সরঞ্জাম প্রদান করেছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এসব সরঞ্জাম গ্রহণ করেন।

পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, চেকপোস্টের মাধ্যমে অপরাধীদের পুলিশ আটক করতে সক্ষম হবে। এছাড়াও অবৈধ যান চলাচল বন্ধ করা সম্ভব হবে।

এসময় হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার হাসান মো. মঞ্জুরুল হক, সিনিয়র ম্যানেজার অ্যাডমিন মো. এহসানুল হাবিব, আরএফএলের জেনারেল ম্যানেজার মো. ফজলে রাব্বিসহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।