পঞ্চগড়ে ট্রাকচাপায় ইউপি সচিব নিহত
পঞ্চগড়ে ত্রাণের চাল ভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব নিহত হয়েছেন। রোববার সন্ধ্যার পর থেকে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণের চাল অপসারণের সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইউপি সচিব কাবুল হোসেন (৩৮) তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া গ্রামের আফিজুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রোববার রাত ৯টা নাগাদ সদর উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণের চাল ভর্তি ট্রাকটি দাড়ানো ছিল। ইফতারের পরে চাল অপসারণের জন্য ট্রাকটির কাছে যান মো. কাবুল হোসেন। বর্ষার কারণে মাটি নরম থাকায় ট্রাকটির পেছনের চাকা দেবে গিয়ে পেছনে যেতে থাকে। এসময় তিনি সরে যেতে চাইলে আটকে যান একটি গাছের সাথে। মুহূর্তেই ট্রাক এবং গাছের মধ্যে চাপা পড়ে প্রাণ হারান কাবুল হোসেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন।
চাকলাহাট ইউপি চেয়ারম্যাান মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্ষার কারণে মাটি নরম ছিল। তাই ট্রাকটির পেছনের চাকা দেবে গিয়ে পেছনে যেতে থাকলে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাহাজাাদা মিয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান তিনি।
সফিকুল আলম/এসকেডি