শার্শায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ
যশোরের শার্শা উপজেলায় সিসি ঢালাই রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালের দিকে বাগআঁচড়ার সাতমাইল–গোগা সড়কের বসতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২০২৪–২৫ অর্থ বছরের প্রকল্প উন্নয়ন সহায়তার আওতায় বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর স্কুল মোড় থেকে বাজারের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৩৫০ মিটার সিসি ঢালাই রাস্তার কাজ চলছিল। অভিযোগ রয়েছে, কাজের শুরু থেকে মানহীন উপকরণ ব্যবহার করা হচ্ছিল।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম, আশরাফুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, রাস্তা নির্মাণে নিম্নমানের রড, পাথরের খোয়া ও ইট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত অনুপাতে সিমেন্ট ব্যবহার না করায় নির্মাণকাজের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দেয়। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা একত্রিত হয়ে কাজ বন্ধ করে দেন এবং প্রশাসনকে অবহিত করেন।
এ বিষয়ে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহারিয়ার মাহমুদ রন্জু বলেন, অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শার্শা উপজেলা প্রকৌশলী সানাউল্লাহ জানান, এলাকাবাসীর অভিযোগের পর আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। পরে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম