টাঙ্গাইলে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে অসহায় ও ছিন্নমূল ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদরের পোড়াবাড়ী সরকারি বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক।

এসময় জেলা প্রশাসক বলেন, জেলার সব কয়টি উপজেলায় ২০ হাজার কম্বল বিতরণ করা হবে। আগামী ৩১ ডিসেম্বর মধ্যে অসহায় ও দুস্থদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হবে।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত প্রমুখ।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ হাজার ও প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে।


আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।