সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, ১৮ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ৯ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটার মালিকদের থেকে ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটির চিমনি, কাঁচা ইট ধ্বংস ও প্রত্যেক ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানান, মেসার্স মুন্নি ব্রিকসকে ১ লাখ, মেসার্স বাবলু ব্রিকসকে ১ লাখ ৬০ হাজার, মেসার্স স্টার ব্রিকসকে ১ লাখ ২০ হাজার, মেসার্স নবাব ব্রিকসকে ৮০ হাজার, মেসার্স শিমু অরিন ব্রিকসকে ৩ লাখ, মেসার্স হিরো ব্রিকসকে ৩ লাখ, মেসার্স এইচ এস ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার, মেসার্স আর কে বি ব্রিকসকে ৩ লাখ ও মেসার্স তালুকদার ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম, থানা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।