জাগো নিউজে সংবাদ প্রকাশ

চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫
মোজাম্মেল হক হিরো

টাঙ্গাইলের কালিহাতীতে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরোকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শোলাকোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোজাম্মেল হক হিরো এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

এর আগে গত ২৮ নভেম্বর ‘বিএনপি প্রার্থীর প্রচারণায় ওয়ারেন্টভুক্ত আসামি’ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ব্যাপক আলোচনা ও সমালোচার তৈরি হয়।

চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার

কালিহাতী থানা পুলিশ জানা যায়, তার বিরুদ্ধে কালিহাতী থানায় একাধিক চেক জালিয়াতি মামলায় আদালতের জারি করা ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারের পর তাকে কালিহাতী থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন:

বিএনপি প্রার্থীর প্রচারণায় ওয়ারেন্টভুক্ত আসামি

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম বলেন, চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রোববার (২৮ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

আব্দুল্লাহ আল নোমান/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।