নীলফামারীতে ২১ কেজি গাঁজাসহ আটক ৩
পৃথক অভিযান চালিয়ে নীলফামারীর ডিমলা ও সৈয়দপুর থেকে পুলিশ ২১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে। আসামিদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ডিমলা উপজেলা সদরের জমুদ্দির চৌপতী নামক স্থান থেকে অভিযান চালিয়ে ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের শাহ জালালের ছেলে সুজন আলী (২৫) ও গোলাম মোস্তফার ছেলে ফরিদুল ইসলাম (২৫) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে মঙ্গলবার রাতে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ার আতিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ বাড়ির মালিক মাদক ব্যবসায়ী আতিকুল ইসলামকে (৫২) গ্রেফতার করা হয়।
এই ঘটনায় ডিমলা ও সৈয়দপুর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
জাহেদুল ইসলাম/এফএ/পিআর