ভোলা-২ আসনের দুই প্রার্থীর মনোনয়নপত্র বা‌তিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০১ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের যাচাই-বাছাইতে ৯ প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বা‌তিল করা হয়েছে। বহস্প‌তিবার (১ জানুয়ারি) দুপুরের ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাইতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র বা‌তিল ঘোষণা করেন।

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. ম‌হিবুল্ল্যাহ খোকন ও স্বতন্ত্র প্রার্থী তাছ‌লিমা বেগম।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, ভোলা-২ (দৌলতখান-‌বোরহানউদ্দিন) আসনে আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এতে ৯ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এবং ১ শতাংশ ভোটার সমর্থন থেকে ১০ জনকে দৈবচয়ন করে সঠিক না পাওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বা‌তিল করা হয়।

এদিকে ভোলা-২ আসনের ৯ প্রার্থী মনোনয়নপত্র দা‌খিল করেন। বিএন‌পির প্রার্থী মো. হা‌ফিজ ইব্রাহীম, জাতীয় পা‌র্টির প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিন্টু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুল ক‌রিম, বাংলাদেশ খেলাফত মজ‌লিতের প্রার্থী মো. আব্দুস সালাম, লিবারেল ডেমোক্রেটিক পা‌র্টির (এল‌ডি‌পি) প্রার্থী মো. মোকফার উদ্দিন চৌধুরী, আমজনতার দলের প্রার্থী মো. আলাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দা‌খিল করেছেন মো. জা‌কির হোসেন খন্দকার, ম‌হিবুল্ল্যাহ খোকন ও তাছ‌লিমা বেগম।

জুয়েল সাহা বিকাশ/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।