লাঠি-বাঁশি নিয়ে বাগেরহাটে মহাসমাবেশ


প্রকাশিত: ০২:১১ পিএম, ২৯ জুন ২০১৬

বাগেরহাটে লাঠি-বাঁশি নিয়ে জেলা পুলিশের আয়োজনে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাট হযরত খানজাহান আলী (র.) মাজার মোড় এলাকায় এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি মনির-উজ-জামান। মহাসমাবেশে আরো বক্তব্য রাখেন র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব, বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন দেশের সাধারণ মানুষ সব অন্যায়, জুলুম, অত্যাচার থেকে মুক্তি পেতে চায়। যারা ইসলামের নামে নিরীহ মানুষ খুন করছে, তারা আসলে মানুষ নয়, মানুষ নামের কলঙ্ক। সেই সব মানুষ নামের কলঙ্কদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ পুলিশ বাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে বিদেশেও সুনাম অর্জন করেছে।

বর্তমানে তাদের ওপর দেশবিরোধী চক্র হামলা করছে। তাই জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরে প্রধান অতিথি স্থানীয় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বাঁশের লাঠি ও বাঁশি তুলে দেন।

 শওকত আলী বাবু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।