ফেনীতে বন্দুকসহ যুবক আটক
ফেনী শহরের বিরিঞ্জি এলাকা থেকে বন্দুকসহ রিয়াদ হোসেন সাজ্জাদ (১৮) নামে এক যুবকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে তাকে আটক করা হয়। আটক রিয়াদ ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ভালুকিয়া গ্রামের কবির আহম্মদের ছেলে।
ডিবি পুলিশ জানায়, বিকেল ৫টায় বিরিঞ্চি এলাকায় মনির আহম্মদ চৌধুরী বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে রিয়াদ হোসেন সাজ্জাদ নামে এক যুবককে বন্দুকসহ আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে অস্ত্র একটি আইনে মামলা রুজু করা হয়েছে।
জহিরুল হক মিলু/এআরএ/পিআর