এনজিওর ঋণের চাপে জয়পুরহাটে এক ব্যক্তির আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি গাছ থেকে আবু হাসান বাবু (৪৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু হাসান বাবু ওই কানচপাড়া গ্রামের বাসিন্দা। তিনি তিলকপুর পূর্ব বাজার এলাকায় মুড়ি-চানাচুর বিক্রি করতেন।

পুলিশ ও পরিবার জানা গেছে, সোমবার রাতে ঘরে ছিলেন আবু হাসান বাবু। ভোরে ঘুম থেকে উঠে বিছানায় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্ত্রী রেহেনা বেগম। একপর্যায়ে বাড়ির সামনের একটি গাছে নিজের ব্যবহৃত মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি গাছ থেকে নামিয়ে মরদেহ থানায় নিয়ে যায়।

নিহতের স্ত্রী রেহেনা বেগম বলেন, আমার স্বামী প্রায় পাঁচটি এনজিও থেকে আমার নামে ঋণ নিয়েছিলেন। সোমবার এনজিওর কিস্তির টাকা না দিতে পারায় এনজিওর কর্মীরা দুইবার বাসায় এসেছিলেন। এজন্য আমার স্বামী দুশ্চিন্তার মধ্যে ছিলো। এ কারণে আমার স্বামী আত্মহত্যা করেছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।