পাবনায় ৩ মিনি পেট্রোল পাম্পের মালিককে জরিমানা, দুইটি সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬

পাবনায় ভোক্তা অধিকারের অভিযানে তিনটি মিনি পেট্রোল পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা ও দুইটি পাম্পকে সিলগালা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদর উপজেলা ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি জানান, জেলার সদর উপজেলার আরিফপুর এলাকায় বাংলা স্টারের অবৈধ মিনি পেট্রোলিয়াম এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা ও আটঘরিয়া একদন্ত বাজারে বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্প ও ফুয়াদ এন্টারপ্রাইজের মিনি তেল পাম্পকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দুইটি পাম্প সিলগালা করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি বলেন, জেলায় যত্রতত্র অবৈধ মিনি পেট্রোল পাম্প তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা অর্জন করছে। এগুলো বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

আলমগীর হোসাইন নাবিল/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।