মোহনগঞ্জে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বকুল মিয়া (৫০) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
উপজেলার মোহনগঞ্জ-শেওরাতলি সড়কের মাঘান গ্রামের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বকুল মিয়া মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
জানা গেছে, ২০০৮ সালে মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা কানু তালুকদার হত্যা মামলার প্রধান আসামি, বকুল মিয়ার অনুপস্থিতিতেই ২০১৫ সালে নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালত মামলায় চার্জশিটভুক্ত তিন আসামির মধ্যে বকুল মিয়া ও বিরামপুর গ্রামের আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।
রায়ে মামলার অপর আসামি বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামের বাচ্চু মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়। রায়ের পর থেকেই মামলার পলাতক আসামি বকুল মিয়াকে খুঁজছিল পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানা পুলিশ রোববার বিকেলে মোহনগঞ্জ-শেওরাতলি সড়কের মাঘান গ্রাম সংলগ্ন স্থান থেকে বকুলকে গ্রেফতার করে।
মোহনগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, গ্রেফতার ওই আসামিকে নেত্রকোনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কামাল হোসাইন/এআরএ/এমএস