ফেনীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা


প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৮ জুলাই ২০১৬

ফেনীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ফারজানাকে (২৪) শ্বাসরোধে হত্যা করেছে ঘাতক স্বামী। এ ঘটনায় স্বামী কায়েস বিন কাসেমকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে শহরের রামপুর এলাকার সৈয়দ বাড়ি রোডের কাশেম ম্যানশনের একটি ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান প্রতিবেশিদের বরাত দিয়ে জানান, কয়েক বছর আগে কায়েস ও ফারজানা বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলোহ চলে আসছিল। দীর্ঘদিন ধরে  ফারজানা বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

ঈদের দিন বৃহস্পতিবার দুপুরে কায়েস তার শশুড় বাড়ি ছাগলনাইয়ার বল্লবপুর থেকে স্ত্রী ফারজানাকে ফেনীর বাসায় নিয়ে আসে। মধ্যরাতে কায়েস ও ফারজানার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কায়েস তার স্ত্রী ফারজানাকে জুতা মুছে দিতে বলেন। এসময় ফারজানা হঠাৎ রেগে ওই জুতা কায়েসের মুখে ছুড়ে মারেন। এতে কায়েস ক্ষিপ্ত হয়ে ফারজানার গলায় গামছা পেঁচিয়ে ধরেন। একপর্যায়ে ফারজানা শ্বাসরোধে মারা যান।

খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপতাল মর্গে পাঠায়।

পরে স্বামী কায়েসকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কায়েস হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জহিরুল হক মিলু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।