ঝালকাঠি সদর হাসপাতালে ১০ চিকিৎসককে নোটিস


প্রকাশিত: ০৯:৩০ এএম, ১০ জুলাই ২০১৬

ঝালকাঠি সদর হাসপাতালে যথা সময়ে অফিসে না আসায় দায়িত্বে অবহেলার দায়ে ১০ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুর রহিম। রোববার বেলা ১১টায় তিনি এ শোকজ নোটিস প্রদান করেন।

শোকজপ্রাপ্তরা হলেন- কনসালট্যান্ট খোরশেদ আলম, মৃণাল কান্তি বন্দোপাধ্যায়, আরিফুর রহমান, দীপক কির্তনীয়া, কানিজ ফাতিমা, মেডিকেল অফিসার দিলসাদ হোসেন, তোফাজ্জেল হোসেন, ঈশিতা দাস, তামান্না পারভিন ও মনিরা ইয়াসমিন।
 
সরেজমিনে দেখা গেছে, রোববার সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশ করেন আবাসিক চিকিৎসক গোলাম ফরহাদ, গাইনি বিশেষজ্ঞ খুরশিদ জাহান, নাক, কান ও গলা বিশেষজ্ঞ আক্তার হোসেন চৌধুরী এবং ইউনানি মেডিকেল অফিসার মনিরুল ইসলাম। ১০টায় প্রবেশ করেন ঈশিতা দাস, সাড়ে ১০টায় তামান্না পারভিন ও ১১টা ৪ মিনিটে মোসা. দিলসাদ হোসেন।

তবে ১২টা পর্যন্ত মো. আরিফুল ইসলাম, দীপক চন্দ্র কির্তনীয়া, মৃণাল কান্তি বন্দোপাধ্যায় ও মো. রফিকুল ইসলাম অফিস করেননি। দীপক চন্দ্র কির্তনীয়ার কার্যালয়টির তালা সকাল ১০টায় খোলা হলেও তিনি দুপুর ১২টা পর্যন্ত অফিসে আসেননি।

এসময় চিকিৎসা নিতে আসা একজন জানান, সকাল সাড়ে ৮টায় এসে টিকিট নিয়ে অফিসের সামনে দাঁড়িয়েছি। পা ব্যথা হয়ে যাওয়ায় ইউনানি চিকিৎসক মনিরুল ইসলামের কাছে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে।

সিভিল সার্জন কাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রহিম বলেন, যথা সময়ে অফিসে না এসে সকাল ১১টার পর পর্যন্ত যারা দায়িত্বে অবহেলা করেছেন তাদের শোকজ করা হয়েছে।

আতিকুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।