ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কলেজছাত্রী ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা (৩২) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামে বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, গত বছরের ২৮ ফেব্রুয়ারি সদর উপজেলার এক কলেজছাত্রীকে পুলিশে চাকরি দেয়ার কথা বলে মাসুদ রানা ওই ছাত্রীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। এরপর ৪ মার্চ ওই ছাত্রীকে পুলিশ লাইন্সে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে ধর্ষণ করেন।
ঘটনার পরদিন ওই ছাত্রী নিজে বাদী হয়ে মাসুদকে আসামি করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। একই বছরের ২২ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
কামাল হোসাইন/এআরএ/এমএস