পরশুরামে শিক্ষককে অপহরণের পর হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৩ জুলাই ২০১৬

ফেনীর পরশুরামের এক স্কুল শিক্ষককে অপহরণের পর হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। বুধবার সন্ধ্যায় নিহতের মরদেহ ফেনী সদর হাসপাতালে পাওয়া যায়।

নিহত শিহাব উদ্দিন মির্জানগর ইউনিয়নের মেলাঘর গ্রামের মৃত. মাস্টার আবু বক্করের ছেলে।
 
নিহতের পরিবার জানায়, বুধবার সকালে পরশুরামের মহেষ পুস্করনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শিহাব উদ্দিন (৩০) স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথিমধ্যে সুবার বাজারের নিকট থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় ফেনী সদর হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়।

এ ব্যাপারে পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, দুপুরে অজ্ঞাত এক ব্যক্তি ওই শিক্ষককে গুরুতর অবস্থায় ট্রাংক রোড থেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

জহিরুল হক মিলু/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।