মাদারীপুরে বাসচাপায় শিক্ষক নিহত


প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৪ জুলাই ২০১৬

বাসচাপায় মাদারীপুরের কে.ডি.ডিএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিষ কুমার মন্ডল (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মকবুল হাওলাদার জানান, বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে মাদারীপুর থেকে ফেরার পথে শিক্ষক আশিষ কুমার মন্ডলকে কাঠেরপুল এলাকায় সোনালী পরিবহন পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সোনালী পরিবহনটি আটক করা সম্ভব হয়নি। নিহত সহকারী প্রধান শিক্ষক সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের কে.ডি.ডি এ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিন বছর আগে যোনদান করেন।

তিনি রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ জানান, মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যেহেতু পরিবহনটি স্থানীয়রা চিনতে পেরেছে, সেহেতু আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ কে এম নাসিরুল হক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।