এক বছর ধরে নিখোঁজ ঝিনাইদহের হাসান


প্রকাশিত: ০৪:০০ এএম, ১৫ জুলাই ২০১৬

ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের হাসান আলী নামের দশম শ্রেণির ছাত্র এক বছর ধরে নিখোঁজ রয়েছে। হাসানের মা সুন্দরী বেগম বুধবার ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ জানায়, সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হাসান আলী এক বছর আগে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। বিদেশ যাওয়ার জন্য সে একটি পাসপোর্ট করেছিল। যার নম্বর- অউ ৫৭৩২৩৬৯।

মা সুন্দরী বেগম জানান, নিখোঁজ হওয়ার ৭/৮ দিন পর বাড়িতে ফোন দিয়ে বলেছিল সে ভালো আছে। একটি চাকরি করছি। তারপর থেকে পরিবারে সঙ্গে ছেলে হাসান আলীর কোনো যোগাযোগ নেই।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, এ বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছে।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।