ঝালকাঠিতে পুরোহিত ও তার ছেলেকে হত্যার হুমকি


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৬ জুলাই ২০১৬

ঝালকাঠিতে শ্রীশ্রী শীতলা খোলা ও লোকনাথ বাবার মন্দিরের পুরোহিত অমল ভট্টাচার্য ও তার ছেলে দেবাশিষ ভট্টাচার্যকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
 
শনিবার সকালে পূজা করতে এসে অমল ভট্টাচার্য মন্দিরের আঙ্গিনায় চিঠিটি দেখতে পান। এ ঘটনার পর জরুরি সভা করে মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আমাদের পরিচয় তোদের জানার দরকার নেই। আমরা পুরোহিত হত্যা সংগঠন। আগে তুই পরে তোর ছেলে। আমরা এখানে আছি। এই লেখা কাউকে দেখাবি না।

এর আগে শুক্রবার রাতে ঝালকাঠি জেলা পুরোহিত কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীকে (০১৭১৮৪১৮৩০০) নম্বর থেকে থেকে হুমকি দেয়া হয়েছে।

এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্বজিৎ।

ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, জেলা পুলিশ সকল মন্দিরের পুরোহিত ও সেবাইতের নিরাপত্তা প্রদানের ব্যাপারে সচেষ্ট রয়েছে।

আতিকুর রহমান/এএম/ এমএএস/আরআইপি/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।