নারায়ণগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত


প্রকাশিত: ০৭:২৪ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে।
 
ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন জানান, বুধবার রাতে ভোলাব-ছনপাড়া সড়কের চারিতালুক এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতিকালে স্থানীয়রা এক ডাকাতকে গণপিটুনি দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত ওই ব্যক্তি। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই। 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।