আবির ঝিনাইদহে থাকতো শাওন পরিচয়ে


প্রকাশিত: ১০:৩৪ এএম, ১৭ জুলাই ২০১৬

ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় নিহত হামলাকারী আবির হোসেনও থাকতেন ঝিনাইদহে। তিনিও ছিলেন ছদ্মনামে।

নাম প্রকাশ না করার শর্তে সোনালীপাড়ার এক বাসিন্দা জানান, আমরা আবিরকে শাওন নামে চিনতাম। তিনি নিবরাসের খালাতো ভাই হিসেবে এখানে মেসে থাকতেন। তিনি ক্রিকেট পছন্দ করতেন।

সোনালীপাড়ার জীবন ও নাবিল নামে দুই শিক্ষার্থী জানান, সে শাওনকে দেখেছে। শাওন খুব চুপচাপ থাকতো। মাঠের এক কোনায় বসে থাকতো যখন সাইদ ভাই ক্রিকেট খেলতো।

উল্লেখ্য, এরা সবাই থাকতেন সোনালীপাড়ার কওছার আলীর সেই বাসায়। যেখানে চারটি কক্ষে মেস করে থাকতেন আটজন। যাদের মধ্যে দুজনের পরিচয় মিললেও বাকি ছয়জন কারা ছিলেন সেই প্রশ্ন এখন সকলের মুখে। তারা কোথা থেকে এসেছিল, আবার কোথায় চলে গেছে। ঈদের পর তারা কেন আর ফিরে আসেনি, কেউ তা জানে না।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/পিআর/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।