রামগড় উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৭ জুলাই ২০১৬

খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ১৯৯৮ সালের উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত এর ১৩-খ (১) ধারা অনুসারে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদের নামে ১৯৯৯ সালের ২৮ জুন রামগড় থানায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে শনিবার (১৬ জুলাই) মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করে।

রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ ঢাকায় একটি প্রশিক্ষণে থাকার কথা জানিয়ে বলেন, বিষয়টি শুনলেও এখনো কোনো কাগজ-পত্র হাতে পাননি তিনি।

প্রসঙ্গত, রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা মো. শফিকুর রহমান বাদী হয়ে ২৮ জনকে আসামি করে রামগড় থানায় একটি মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে ২১ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে পুলিশ। এদের মধ্যে রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ একজন।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।