ছাত্রকে পিটিয়ে অজ্ঞান করলেন শিক্ষক
পিরোজপুর উপজেলার নাজিরপুর সিরাজুল হক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের পিটুনিতে একই বিদ্যালয়ের শাহীন শেখ নামের এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েছে।
রোববার বিকেলে ওই শিক্ষার্থীর বাবা মো. হান্নান শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।
তিনি জানান, শাহীন শেখ রোববার বিদ্যালয়ের স্কুল ড্রেস না পরে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক হাসান সর্দার তাকে বেদম মারধর করেন। এতে শাহীন জ্ঞান হারিয়ে বিদ্যালয়ের মেঝেতে পড়ে যায়। পরে জ্ঞান ফিরলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
অভিযুক্ত শিক্ষক মারধরের কথা অস্বীকার করে জানান, ওই ছাত্রকে একটি থাপ্পড় দেয়া হয়েছে। এতেই সে অজ্ঞান হয়ে পড়ে।
হাসান মামুন/এএম/পিআর