নয় মাসেও কোনো ক্লু মেলেনি


প্রকাশিত: ০৬:০৩ এএম, ১৮ জুলাই ২০১৬

"দেখতে দেখতে ৯ মাস পার হয়ে গেলেও কোনো ক্লু খুঁজে বের করতে পারলো না পুরিশ। আমার মিম হত্যার বিচার কবে হবে?" এভাবেই নিজের কষ্টের কথা জানালেন ঝিনাইদহ সদর উপজেলার ওয়াড়িয়া গ্রামের মিমের বাবা ইকবাল হোসেন।

তিনি জানান, মিম হত্যাকাণ্ডের বিষয়ে গত ১৩ই ডিসেম্বর ঝিনাইদহ আমলি ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৭২৭/১৫। কিন্তু দীর্ঘ সময়েও এই হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার কিংবা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যাকারীদের শাস্তি ও মামলার ভবিষ্যৎ নিয়েও চিন্তিত নিহতের পরিবার।

তবে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত ঘটনা উদ্ধার এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লে­খ্য, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ওয়াড়িয়া গ্রমের ইকবাল হোসেনের মেয়ে মিম খাতুন গত বছরের ৩০ অক্টোবর সন্ধ্যায় প্রতিবেশী হুজুর আলীর বাড়িতে মিলাদ শুনতে যায়। মিলাদ শেষে বাড়িতে ফিরে না আসলে তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন।

পরদিন ৩১ অক্টোবর দুপুরে গ্রামের চিত্রা নদীর পাড়ে একটি মেহগনি বাগান থেকে মীমের মরদেহ উদ্ধার করা হয়।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।