সৈয়দপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০
নীলফামারীতে জমির মালিকানা নিয়ে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। জেলার সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর তালেপাড়া গ্রামে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আলাউদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৪৫), আলিমুদ্দিন (৩৫), সুলতান (৭০), সেলিনা বেগম (৫০) ও মারুফা বেগমসহ (৩৫) ১০ জন আহত হন। আহতদের সৈয়দপুর ১শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। ১০ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের সাবেদ আলী ও আলাউদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে আদালতে মামলা হয়। মামলার রায়ে জমির মালিকানা পায় আলাউদ্দিন। কিন্তু সাবেদ আলী ও তার দলবল এ জমি দখল করতে গেলে আলাউদ্দিন ও তার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সোমবার আলাউদ্দিনের পক্ষে থানায় এ ব্যাপারে মামলা দায়েরের জন্য লিখিত এজাহার দেয়া হয়েছে।
জাহেদুল ইসলাম/এফএ/আরআইপি