নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১৮ জুলাই ২০১৬

নড়াইলে পূর্বশত্রুতার জের ধরে মফি শেখ (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি সদর উপজেলা ভবানীপুর গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে। সোমবার বেলা ২টায় নড়াইল-কালিয়া সড়কের মাথাভাঙ্গা সেতুর কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার ভবানীপুর গ্রামের মফি শেখের সঙ্গে একই গ্রামের লুৎফর রহমান মোল্যার ছেলে জামিনুর মোল্যার বিরোধ চলে আসছিল।

সোমবার দুপুরে মফি শেখ বাইসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল-কালিয়া সড়কের মাথাভাঙ্গা সেতুর কাছে পৌঁছলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাফিজুল নিলু/এআরএ/আরআইপি/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।