কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আটক


প্রকাশিত: ১০:০৭ এএম, ১৯ জুলাই ২০১৬

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার জামতলা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে জামতলা মোড়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন। এতে অংশগ্রহণকারীরা বিষয়টি পুলিশের নজরে নিয়ে এলে পুলিশ নাশকতার অভিযোগে তাকে আটক করে। জেলা জামায়াত নেতা স্বপনের বাড়ি ভুরুঙ্গামারী সদর উপজেলার দেওয়ানের খামার গ্রামে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, জামায়াত নেতাকে র‌্যালি থেকে সরে যেতে বললেও তিনি অস্বীকৃতি জানান। পরে তাকে নাশকতা কর্মকাণ্ড ঘটাতে পারে এমন সন্দেহে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নাজমুল হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।