১৪ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুলছাত্রের


প্রকাশিত: ১০:০৫ এএম, ২০ জুলাই ২০১৬

নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে নিখোঁজের ১৪ দিন পরও সন্ধান মেলেনি রাশেদুজ্জামান (১২) নামে স্কুল ছাত্রের। এতে করে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ওই ছেলের পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ রাশেদুজ্জামান উপজেলার চিলাহাটি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। বালাপাড়া শোভানগঞ্জ গ্রামের মিজানুর রহমানের ছেলে রাশেদুজ্জামান চিলাহাটির পূর্ব মাস্টারপাড়া গ্রামে তার নানীর বাড়ী থেকে পড়াশুনা করত।

গত ৭ জুলাই (ঈদের দিন) বিকেলে চিলাহাটি প্রধান পাড়া মাঠে মেলায় আসার কথা বলে নানীর বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয় রাশেদুজ্জামান। নিখোঁজ হবার প্রায় ১৪ দিন অতিবাহিত হলেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের লোকজনের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে রাশেদুজ্জামানের বাবা মিজানুর রহমান গত রোববার চিলাহাটি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ বিষয়ে চিলাহাটি সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই-তদন্ত) আবু সুফিয়ান জাগো নিউজকে জানান, ছেলেটির সন্ধানে দেশের বিভিন্ন থানায় ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। ছেলেটিকে উদ্ধারে আমরা চেষ্টা করে যাচ্ছি।

জাহেদুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।