রাঙ্গামাটির ৯ ইউপি চেয়ারম্যান-সদস্যদের শপথ


প্রকাশিত: ১১:১৫ এএম, ২০ জুলাই ২০১৬

রাঙ্গামাটি পার্বত্য সদর উপজেলার ছয় ও বিলাইছড়ি উপজেলার তিন ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

শপথ নেয়া ইউপি চেয়ারম্যানরা হলেন- সদর উপেজলার বন্দুকভাঙ্গার বরুণকান্তি চাকমা, বালুখালীর বিজয়গিরি চাকমা, মগবানের বিশ্বজিৎ চাকমা, জীবতলীর সুদত্ত বিকাশ কারবারি, সাপছড়ির মৃণালকান্তি চাকমা, কুতুকছড়ির কানন চাকমা, বিলাইছড়ি উপজেলার সদর ইউপির সুনীলকান্তি দেওয়ান, ক্যাংরাছড়ির অমরজীব চাকমা ও ফারুয়ার বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।

শপথগ্রহণ অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণকান্তি চাকমা, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমাসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুশীল প্রসাদ চাকমা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।