ভুয়া জন্মসনদ তৈরির দায়ে ৫ ব্যক্তির জরিমানা
নীলফামারীতে জাল ও ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন তৈরির দায়ে পাঁচ ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল ১১টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়। এর আগে জেলার উত্তরা ইপিজেড বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পুলিশ ও র্যাবের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জেলা সদরের সংগলশী ইউনিয়নে উত্তরা ইপিজেড বাজারে মোটা অংকের অর্থের বিনিময়ে জাল পরিচয়পত্র ও জন্মনিবন্ধন তৈরির ব্যবসা করে আসছে একটি চক্র। চক্রটি ১৩/১৪ বছরের কিশোর-কিশোরীদের বয়স বৃদ্ধি করে জাল ও ভুয়া জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদ তৈরি করে। এসব জাল ও ভুয়া পরিচয়পত্রে বয়স বৃদ্ধির ফলে বাল্যবিয়ে ও নানা অপরাধমূলক ঘটনা ঘটছে। এমন অপরাধের দায়ে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক যোবায়ের হোসেন বলেন, অভিযানে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ এর ২১ (২) ধারা মোতাবেক তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাহেদুল ইসলাম/এএম/এবিএস