ঝালকাঠিতে জাল টাকাসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০১:০৫ পিএম, ২০ জুলাই ২০১৬

ঝালকাঠিতে ২৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার পরমহল গ্রামের শেখ আব্দুর ছালাম (৪৫) ও দশনাকান্দা গ্রামের মো. জাহিদুল ইসলাম (২৪)।

ঝালকাঠি সদর থানা পুলিশ বুধবার সকাল সাড়ে ৮টায় শহরের শিশু পরিবার সংলগ্ন বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানান, গোপন সংবাদে শেখ আব্দুস ছালামের বহনকারী মোটরসাইকেল তল্লাশি করলে ৪৯ খানা ৫০০ টাকার এবং ৫ খানা এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আব্দুস ছালামের বিরুদ্ধে বরিশাল ও ঢাকায় জাল নোট বিপণনের  অভিযোগে মামলা রয়েছে।

সম্প্রতি বরিশালের একাটি মামলায় এক মাস কারাবাস জামিনে মুক্তি পেয়েছেন ছালাম। এ ব্যাপারে সদর থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আতিকুর রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।