নীলফামারীতে মাদকসেবী-জুয়াড়িসহ ৭ জনের দণ্ড
নীলফামারী জেলার জলঢাকায় চার জুয়াড়িকে ৭ দিন করে ও তিন গাঁজা সেবনকারীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান হাবীবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
জলঢাকা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জাগো নিউজকে জানান, মঙ্গলবার রাতে উপজেলার খুটামার ইউনিয়নে অভিযান চালিয়ে চার জন জুয়াড়ি ও তিন জন গাঁজা সেবনকারীকে আটক করা হয়।
জুয়া খেলার জন্যে আটকরা হলেন, উপজেলার খুটামারা ইউনিয়নের রবীন্দ্র নাথ রায় (৩৫), অধির চন্দ্র রায় (২৫), কিশোরগঞ্জ উপজেলার ভেরভেরি ইউনিয়নের খাদেমুল ইসলাম (২৭), জিয়ারুল ইসলাম (৩০) ও গাজা সেবনের জন্যে খুটামারার রশিদুল ইসলাম (৬০), ছয়ফল ইসলাম (৬০) ও জাকির হোসেন (৪০)। বিকেলে তাদরে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
জলঢাকা উপজেলায় জুয়া ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান, ওসি মোস্তাফিজার রহমান।
জাহেদুল ইসলাম/এএম/আরআইপি