নীলফামারীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত
নীলফামারীর ডোমারে অটোরিকশার ধাক্কায় রওশনারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
ডোমার-চিলাহাটি সড়কের চিলাহাটি জনতা ব্যাংকের সামনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের মুক্তিরহাট সাতঘোড়া পাড়ার ইছাহাক আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চিলাহাটি জনতা ব্যাংকের সামনে দিয়ে ওই বৃদ্ধা হেঁটে যাচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা ডোমারগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রওশনারার মৃত্যু হয়। ঘটনার পর অটোরিকশা চালক লিটন ইসলাম (১৮) পালিয়ে যায়।
চিলাহাটি সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই-তদন্ত) আবু সুফিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জাহেদুল ইসলাম/এএম/এবিএস