বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবার দণ্ড


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২০ জুলাই ২০১৬

নেত্রকোনা পৌর শহরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবা মো. মানিক মিয়াকে (৪০) অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোছা. মোস্তারী কাদেরী এ বাল্যবিবাহ বন্ধ করে কনের বাবাকে দণ্ড দেন। এ সময় কনের বাবার কাছ থেকে নগদ এক হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।   

স্থানীয়রা জানায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর (১৩) সঙ্গে জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা গ্রামের আজিজুল ইসলামের বিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা শাখা খবর পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করে। সন্ধ্যা ৬টার দিকে প্রশাসনের লোকজন এলে বরের বাড়ির লোকজন পালিয়ে যায়।

মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক তাহেজা বেগম জাগো নিউজকে জানান, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিবারকে বুঝিয়ে ওই ছাত্রীকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: মোস্তারী কাদেরী জাগো নিউজকে জানান, বাল্যবিবাহ নিরোধ আইন-১৯২৯ সনের ৬ এর ১ ধারায় কনের বাবাকে নগদ এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কামাল হোসাইন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।