নীলফামারীতে বন্যাদুর্গতদের আর্থিক সহায়তা


প্রকাশিত: ১১:৪৯ এএম, ২১ জুলাই ২০১৬

নীলফামারীতে বন্যাদুর্গত ও দুস্থদের মাঝে স্বেচ্ছাধীন তহবিলের নগদ অর্থ বিতরণ করেছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২৩৭  জনের মাঝে চার লাখ টাকা বিতরণ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, স্বাচিবের সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।

জাহেদুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।